দেশের ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরন ও পুষ্টি সমস্যা সমাধান, মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় লাগসই প্রযুক্তি প্রয়োগ, পরিবেশ বান্ধব কৃষি, উচ্চ মূল্য ফসল উৎপাদন ও রপ্তানীমুখী কৃষি পন্য উৎপাদনে কৃষক ও উদ্যোক্তাদের চাহিদামাফিক সেবা প্রদানের লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টার, শোলাকিয়া, কিশোরগঞ্জ সুনির্দিষ্ট কর্মপকিল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।
উদ্যান ফসল সম্প্রসারণ, মাতৃবাগান সৃজন, জার্মপ্লাজম সংরক্ষণ এবং মান সম্পন্ন বীজ, চারা, কলম উৎপাদন এবং সুলভ মূল্যে সরবরাহের জন্য হর্টিকালচার সেন্টার, শোলাকিয়া, কিশোরগঞ্জ কাজ করে যাচ্ছে ।অত্র সেন্টারটি কিশোরগঞ্জ জেলা শহরে অবস্থিত। সেন্টারের পাশেই রয়েছে জেলা ও দায়রা জজ কোর্ট, জেলা প্রশাসকের কার্যালয়, ও সরকারি শিশু পরিবার (বালিকা)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস